Monday, May 17, 2021
সুখ এবং টাকা পয়সা দুটি ভিন্ন পথের পথিক
তোর বর কত স্টাইলিশ দোস্ত। হাজার হাজার মেয়েরা তাকে দেখলে ক্রাশ খাবে।
ঠিক বলছিস অনেক স্টাইলিশ, হ্যান্ডসাম বর পেয়েছি। হাজার মেয়েরা ওর জন্য পাগল আর প্রচুর টাকার মালিক ও সে।
আর আমার বরটা একদম স্টাইল বোঝে না। নিজের ইচ্ছা মতো চলবে কত বলি একটু স্মার্টলি চলাফেরা করতে শিখো কে শুনে কার কথা! আর সংসারের টানাপোড়েনের কথা নাই বা বললাম।
বান্ধবী কাপড় গোছাতে গোছাতে আমার কথা শুনে একটা হাসি দিলো।
তোর বর যেহেতু এতো স্মার্ট নিশ্চই তোকে অনেক সারপ্রাইজ দেয় মাঝে মাঝে! তোদের সংসারে তো সুখের অভাব নেই তাই না!!
কি বলিস ওর এতো টাইম কোথায়! শুক্রবারে একটু ঘুরতে যাওয়ার সময় কই তার! কখনও নিজে থেকে কিছু একটা কিনে এনেছে আমার জন্য! ইনফ্যাক্ট আমার কি পছন্দ অপছন্দ কিছুই ও জানে না। কাজের চাপে কবে আমার বার্থডে সেটাও মনে থাকে না আর মনে থাকলেও একটা বড় কেক কিনে পাঠিয়ে দেয়। একা একাই কেক কাটি তবে খেতে ইচ্ছে করে না জানিস। কিন্তু আর যাই হোক ওর মেয়ে বান্ধবীর সাথে ঘুরতে যেতে কোনো প্রবলেম হয় না কখনও।
বান্ধবীর কথা শুনে ওর দিকে আমার চোখ আটকে গেলো। কথা গুলো বলার সময় ওর চোখের কোনে পানি ছলছল করছিলো। আমি ওকে শান্তনা দিয়ে বাসা থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে একটা জিনিস রিয়েলাইজ করলাম।
নিজেকে এখন ভীষন ভাগ্যবতী মনে হচ্ছে। আমাদের সংসারে প্রচুর টাকা না থাকলেও ইফতি কখনও আমার অযত্ন করে নি। অফিস থেকে ফেরার সময় প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। হয়তো সেটা খুব দামি কিছু নয় কিন্ত তাতে অনেক ভালোবাসা আছে। প্রায়ই সময় পেলে আমাকে নিয়ে ঘুরতে যায়। রাস্তা পার হবার সময় শক্ত করে হাত ধরে রাখে। জন্মদিনে নিজের হাতে আমার জন্য কিছু একটা খাবার বানায়, আর গিফট হিসেবে একটা শাড়ি। অনেক দামি নয় কিন্তু সেই শাড়িতে ওর ভালোবাসা জড়িয়ে থাকে। অনেক স্টাইলিশ আর প্রচুর টাকা না থাকলেও ইফতি আর যাই করুক আমাকে রেখে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় না। আসলেই টাকা মানুষকে প্রকৃতভাবে সুখী করতে পারে না। ইফতিকে নিয়ে আমার যেটুকু দুর্বলতা ছিলো আজ তা সব কেটে গেলো।
রিকশা থেকে নেমে বাসায় ঢুকে ইফতির মুখটা দেখার পরে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিলো...
You don't need a rich man,you need a man who can give you happiness.
- Zannatul Eva
Subscribe to:
Post Comments (Atom)
Dhaka - The city of Dreams
Introduction: Dhaka, the capital city of Bangladesh, has a rich and complex history. The city has been a center of political, economic, and...
-
প্রিয়তমা অফিসের একটা কাজে বেশ কয়েকদিনের জন্য ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম। যখন ট্রেনে করে বাসায় ফিরছিলাম তখন খেয়াল করি ট্রেনের দরজার সামনে দাঁ...
-
এখন তাত্বিক পদার্থবিদ্যার মূল কাজ হল এই বল গুলোকে একীভূত করা বা এক সুতোয় গাথা । আইনস্টাইন এই কাজ শুরু করেছিলেন , কিন্তু শেষ করতে পারেন নি । ...
-
-তাসনিয়া অন্তি আগামীকাল শ্বশুরবাড়িতে আমার প্রথম ঈদ উদযাপন হতে যাচ্ছে। এখন ঈদের আগের দিনের রাত, ইফতারি কোনো রকম শেষ করেই বাড়ির সবাই চাঁদ দ...
No comments:
Post a Comment